বগুড়া নন্দিগ্রামে হিন্দু নাবালিকা স্কুল ছাত্রী অপহরন - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বগুড়া নন্দিগ্রামে হিন্দু নাবালিকা স্কুল ছাত্রী অপহরন



বগুড়া প্রতিনিধি, বগুড়ার নন্দীগ্রামে হিন্দু স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে ত্রক মুসলিম যুবক উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং গ্রামের বিপ্লব চন্দ্রের নাবালিকা মেয়ে ধুন্দার উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। 

তার সাথে ধুন্দার গ্রামের আব্দুল লতিফের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) এর প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন তাদের এই প্রেম ভালোবাসার সম্পর্ক থাকায় গত বুধবার গভীর রাতে তৌহিদুল ইসলাম ওই নাবালিকা স্কুল ছাত্রীকে নিয়ে ত্রলাকা ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ী জমায়।

 এ বিষয়ে ওই স্কুলছাত্রীর পিতা বিপ্লব চন্দ্রের সাথে কথা বললে তিনি বলেন, আমার মেয়েকে কৌশলে মুসলিম ছেলে ইসলাম ধর্মে দিক্ষিত করার জন্য অপহরণ করে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে তাদের কাছে বার বার ফেরৎ চেয়েও ফেরৎ পাচ্ছি না।

  ত্রব্যপারে নন্দিগ্রাম থানায় মেয়ের বাবা বিপ্লব চন্দ্র বাদি হয়ে ত্রকটি অপহরন মামলা দায়ের করেছেন ৷নন্দিগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি)র সাথে কথা বললে তিনি বলেন,আমরা মামলা নিয়েছি যত দ্রত সম্ভব ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।