কুড়িগ্রামে ২০১৫- ২০১৭ সালের বিচারাধীন মামলার গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

কুড়িগ্রামে ২০১৫- ২০১৭ সালের বিচারাধীন মামলার গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস

  
 
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম আদালতের মালখানায় বিভিন্ন বিচারাধীন মামলায় জব্দ ১ হাজার ৪৫১ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

 সোমবার (৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জজ আদালতের পুরাতন ভবন চত্বরে ২০১৫ সাল থেকে ২০১৭ সালে আলামত হিসেবে জব্দ সংরক্ষিত এসব গাঁজা পোড়ানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন,  কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, সদর হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল প্রমুখ।  

কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায় জানান, কুড়িগ্রাম কোর্ট মালখানায় ২০১৫ , ২০১৬ ও ২০১৭ সালের  মামলায় জব্দ  গাঁজা ধ্বংস করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকার ওপরে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।