বহদ্দাহাট এর অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মোঃ হোসাইন - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বহদ্দাহাট এর অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মোঃ হোসাইন



বিশ্বব্যাপী মরনব্যাধী করোনা ভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছেনমোঃ হোসাইন। এই সময়  নিম্নআয়ের শ্রমজীবী শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্যাকিংজাত করে বিতরণ করেন।

প্রান্তিক নিম্নআয়ের দরিদ্র পরিবারের মাঝে চাল,তেল,মুসুরি ডাল,আলু ,ময়দা, প্যাকেটজাত করে বিতরণ করেছেন। করোনাভাইরাস প্রতিরোধে ইতিপূর্বে জনসচেতনতায় করোণীয় কি বিস্তারিত উল্লেখ সম্বলিত লিফলেট বিতরন,স্যানিটাইজার,সাবান,ব্লিচিং পাউডার,মাস্ক বিতরন সহ জীবাণুনাশক স্প্রে দিয়ে বিভিন্ন স্হাপনার গ্রীলের জীবাণু নাশ করেছেন।

এ’বিষয়ে  মোঃ হোসাইন  বলেন – মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশ করোনা ভাইরাস প্রতিরোধে কেউ বাড়ি থেকে বাহির হবেন না। দেশের এবং নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সবাই মেনে চলছি।



সরকারি নির্দেশ মতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবি সহ সকলকেই তা মনে চলতে হবে। সেই সঙ্গে দুর্যোগ মুহূর্তে অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।