ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক

৩৩৩৪৪-7-600x337

ভিসা না হওয়ায় নাসা যেতে না পারা টিম অলিককে নতুন করে আমন্ত্রণ জানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেহেতু টিম অলিক এ বছর আসতে পারেনি, তাই আগামী বছরের (২০২০) বিজয়ী দলগুলোর সঙ্গে আরও একবার সংবর্ধনা দেওয়া হবে।
গত সোমবার অনুষ্ঠিত স্পেস অ্যাপ চ্যালেঞ্জের ওই সংবর্ধনা অনুষ্ঠানে থাকার কথা ছিল দলটির। তবে তারা নাসার এবারের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছে। এতে নিজেদের প্রকল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে।
‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতায় বিশ্বের দুই হাজার ৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম অলিক।

দলটি ‘বেস্ট ডেটা ইউটিলাইজেশন’ ক্যাটগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। পরে দলটিকে এবং তাদের মেন্টরদের মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দু’দুবার চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নাসার ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারা।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।