

শুধু এটাই না, শাকিল এরকম ঘৃণ্য অপরাধ পল্লবপুরম এলাকার আরও তিনটি হিন্দু
পরিবারের মেয়ে বিয়ে করে করেছিল। শাকিলের বিরুদ্ধে ওই হিন্দু মেয়েদের ধর্ম
পরিবর্তন করার অভিযোগও উঠেছিল। এছাড়াও শাকিল আরও পাঁচটি মেয়েকে ধর্ষণ
করেছিল। ফোনে তাঁদের উত্তক্ত করে, তাঁদের ধর্ষণ করেছিল শাকিল।পুলিশ শাকিলের মোবাইল থেকে সমস্ত তথ্য বের করেছিল। শাকিলের কাছে আটটি
সিম পাওয়া যায়। পুলিশ জানায়, শাকিল আটটি হিন্দু মেয়কে ধর্ষণ করেছিল।
শাকিলের এই ঘৃণ্য অপরাধের কথা সামনে আসার পরেই পুলিশ তাঁকে খুঁজছিল। শেষে
তাঁকে খতম করে এনকাউন্টার করে। পুলিশের এনকাউন্টারে শুধু শাকিলই না, তাঁর
এক কুখ্যাত সঙ্গি ভুরাও খতম হয়। পোস্টমর্টেম রিপোর্টে শাকিলের শরীরে তিনটি ও
তাঁর সঙ্গি ভুরার শরীরে দুটি গুলি পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে পুলিশের এনকাউন্টারে খতম হওয়া গুলফাম (ভুরা) এর পরিবার পুলিশের বিরুদ্ধে ভুরাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে এনকাউন্টার করে মারার অভিযোগ আনে। শনিবার সকালে ভুরার মৃতদেহ দেখে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশ পুলিশ গুলফাম (ভুরা) এর মাথার দাম ২৫ হাজার টাকা, আর শাকিল আনসারি এর মাথার দাম ১ লক্ষ টাকা রেখেছিল।
No comments:
Post a Comment