আজ চট্টগ্রাম জেলার প্রতিবাদী কন্ঠ, গীতা প্রেমী সবার প্রিয় মুখ শারদাঞ্জলী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক, সত্যজিৎ চৌধুরী শুভ জন্মদিন, এই জন্মদিনে সনাতন টিভি পরিবার এর পক্ষ হতে শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন রইলো। যেমন দেখেছি সত্যজিৎ কেঃ শান্তশিষ্ট একটি ছেলে সে সব সময় কাজ করে যায় নিজ সম্প্রদায়ের জন্য ওকে দেখা যায় মোয়াফ ও সনাতন সাপোর্ট টিমের হয়ে, অসহায় ও নির্যাতিত জনগণের পাশে ধারাতে, ধর্মীয় চেতনায় অগ্রসর হতে, চালু করে মন্দির টিভি নামক এক অনলাইন চ্যানেল, গীতা আলো চরিয়ে দিতে ছুটে যায় প্রতিটা গীতা স্কুলে, ওর আগামীর পথ চলা আরো সুন্দর হোক এই শুভ কামনা রইলো।
No comments:
Post a Comment