হিন্দু শাস্ত্র মেনে শিবের পুজোর সঠিক রীতি জানেন না অনেকেই - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

হিন্দু শাস্ত্র মেনে শিবের পুজোর সঠিক রীতি জানেন না অনেকেই


শিবের আরাধনার রীতি হিন্দু ধর্মে বহু পুরনো। বাবা ভোলানাথের পুজোর ধরনও মোটামুটিভাবে সবারই জানা। ফুল-বেলপাতায় সন্তুষ্ট হন শিব। আর পূরণ করেন মনস্কামনা।

শিবের পুজোর জন্য রয়েছে শিবরাত্রি সহ একাধিক বিশেষ দিন। আর গোটা শ্রাবণ মাস ধরেও হয় শিবের আরাধনা। এই মাসকে শিবের জন্মমাস হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। অমরনাথ কিংবা কৈলাস, বহু দূর-দূরান্তে শিবের পুজোর জন্যও যান অনেকে ভক্ত। তবে, শিব পুজোর কিছু প্রাচীন রীতি রয়েছে, যা প্রায় বিস্মৃত।

প্রাচীন হিন্দু শাস্ত্রেই সেসব রীতির উল্লেখ রয়েছে। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেসব রীতি ভুলে গিয়েছেন অনেকে। পরিবর্তনও হয়েছে বেশ কিছু। নতুন রীতি তৈরি হয়েছে। তবে প্রাচীন রীতি মেনে পুজো করলেই নাকি ভাল ফল পাওয়া যায়। কথিত আছে, রাবণ ছিলের শিবের একনিষ্ঠ ভক্ত। সঠিক রীতি মেনে আরাধনা করায় শিব তাঁকে তাঁর লঙ্কাও ফিরিয়ে দিয়েছিলেন।

সন্তানের জন্য পুজো: আপনি কী উদ্দেশে শিবের পুজো করছেন সেটা দেখা জরুরি। যদি নিজের সন্তানের জন্য পুজো করেন, তাহলে রয়েছে বিশেষ নিয়ম। সন্তানের সুস্থ ও সুন্দর জীবন কামনা করলে প্রত্যেকদিন ভগবান শিবের উদ্দেশে ধুতরা ফুল দিতে হবে।

সৌভাগ্য: জীবনের অনেক সময়েই দুর্ভাগ্য এসে ধরা দেয়। কঠিন সময় ও কঠিন পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে, শিবলিঙ্গকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, শিবের মাথায় জল বা দুধ ঢাললেও প্রত্যেকদিন শিবলিঙ্গ পরিষ্কার করা উচিৎ।


বিয়ে: বিয়ের ও সুপাত্র পাওয়ার জন্য মহিলারা শিবের পুজো করেন। যদিও শুধু মহিলারা নয়, শিবের আরাধনায় ভাল বৈবাহিক জীবন পেতে পারেন পুরুষেরাও। বিয়ের পথে সব বাধা যাতে দূর হয়ে যায়, তার জন্য প্রত্যেকদিন শিবের মাথায় কেশর দেওয়া উচিৎ। সঙ্গে জল।



শনির দোষ: অনেকের জীবনেই শনিগ্রহের কুপ্রভাব পড়ে। সেটা কাটানোর জন্য শিবের পুজোয় ব্যবহার করতে হবে তিল। বলা হয়, হনুমানজীর রক্ষাকর্তা হলেন শিব। আর সেই হনুমানজীকে ভয় পান শনি দেবতা।

সম্পত্তি: ধনসম্পদে পরিবার ভরে উঠুক, সবাই চান। আর তার জন্যও শিবকে বিশেষ রীতি মেনে পুজো করা প্রয়োজন। শিবকে ঠিক ১১টি করে বেলপাতা দিতে হয়ে, যাতে লেখা থাকবে ‘ওম নমঃ শিবায়’ বা ‘শ্রী রাম’। তাতেই নেগেটিভিটি কেটে গিয়ে সম্পদে ভরে উঠবে জীবন।

সুস্বাস্থ্য: যাতে সারা বছর শরীর ভাল থাকে, অসুস্থতা না আসে, তার জন্য দুর্বা ঘাস দিয়ে পুজো করতে হয় শিবকে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।