আজ শুভ জামাই ষষ্ঠী, আসুন জেনে নি এক অর্থ কি। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

আজ শুভ জামাই ষষ্ঠী, আসুন জেনে নি এক অর্থ কি।



স্বপন কর্মকার লামা প্রতিনিধি, সনাতনধর্মে ধর্মে বিবাহ শুধু একটি পুরুষ ও মহিলার চুক্তি নয় একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের আত্মার আত্মিক বন্ধন ৷ প্রাচীনকালে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশী ৷ তাই , সন্তানের মঙ্গল কামনায় মায়ের অনেক গুলি ষষ্ঠী পুজো ও ব্রত পালন করতেন,তার মধ্য মূলা ষষ্ঠী, অশোকা ষষ্ঠী, লুন্ঠন ষষ্ঠী, পাটাই ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী অন্যতম।জামাই পুত্র তুল্য ( Son in law) ,তাই মধুমাস জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠীতে শাশুড়িরা উপবাসে থেকে জামাইয়ের হিত কামনায় অশ্বথততলা বা ষষ্ঠী মন্দিরে পুজো দিয়ে ধান - দূর্বা দিয়ে আর্শীবাদ করেন ৷ "ধান" সম্পদ ও বহু সন্তানের এবং দূর্বা অমরত্ব ও চির যৌবনের প্রতীক ৷ আজ জামাইষষ্ঠী ফুল দূর্বা তেল সিঁদুর ধানের চেয়ে অবশ্য এই ষষ্ঠীতে বড় হয় "জামাইয়ের পেট পুজো " ! জামাইয়ের সাথে নাতি নাতনিরাও পেট পুরে খেয়ে মামার বাড়ীর সবার সাথে আনন্দ করে ৷ জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী পিতা-মাতাকে কন্যা ও জামাতাকে দেখার সুযোগ করে দেয় ৷ষষ্ঠী তলায় মেয়েরা একে অপরের কল্যাণ কামনার সঙ্গে ছেলে বেলার বান্ধবী ও তাদের বরেদের নিয়ে মেতে ওঠে হুল্লোড়ে৷ আসলে জামাই ষষ্ঠী যতটা না ধর্মীয় বা শাস্ত্রীয় তার চেয়ে অনেক বেশী বাঙালি জীবনের অন্তরের তথা হৃদয়ের বন্ধন ৷ সকল বাঙালি জামাইবাবুদের জন্য শুভকামনা রইল। সবশেষে মা ষষ্ঠীদেবীর চরণে রইল শতকোটি প্রণাম, " জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী ষষ্ঠী দেবী নমোহস্তুতে।৷"

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।