
বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমলকান্তি বড়ুয়াও। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দু’দিন আগেও ওই ঘরের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে। আজও রেজিস্ট্রারের ঘরের সামনে পেট্রল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তা নিয়ে যায়। সাজাপ্রাপ্ত বিএনপি-এর চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রল বোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।”শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে একটি বোতলের মধ্যে পেট্রল বোমা উদ্ধার করা হয়। কে বা কারা বোতলটি রেজিস্ট্রি ভবনের তিনতলায় রেখে গেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment