কাজ শুরু হয়েছে শতবর্ষে পুরানো পটিয়া দক্ষিণ ভূর্ষি শিব মন্দিরের - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

কাজ শুরু হয়েছে শতবর্ষে পুরানো পটিয়া দক্ষিণ ভূর্ষি শিব মন্দিরের


চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত দক্ষিণ ভূর্ষি একটি শান্ত সুনিবিড় গ্রাম। এ গ্রামে ২০০ বছরের অধিক পুরনো একটি শিব মন্দির রয়েছে।যেটি বর্তমানে শৈব সংঘ হিসাবে পরিচিত সবার কাছে। ২০১৩ সালে শৈব সংঘের স্থাপিত হয় এ মন্দিরকে ঘিরে। সংগঠনে সকলে শিবের ভক্ত তাই, সংগঠনের নাম শৈব সংঘ রাখা হয়। শৈব সংঘের প্রধান উদ্দেশ্য মন্দিরটি পূর্ণঃ নির্মাণ করা। কিন্তু অর্থের কারণে মন্দিরের কাজ ধাপে ধাপে করা হচ্ছে। ২০১৬ সালে বছরের মাঝামাঝি সময়ে মন্দিরটি নতুন করার উদ্দেশ্যে ভেঙ্গে পেলা হয়। শৈব সংঘে প্রতিবছর ২ দিন ব্যাপী শিবচতুর্দশী উৎসব উদযাপন হয়। বর্তমানে এ উৎসবে অনেক দূর দূরান্ত থেকে শিব ভক্তের সমাগম ঘটে। মন্দিরের কথা মাথায় রেখে প্রতিবছর উৎসবে দেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিবৃন্দদের আমন্ত্রিত করা হয় শৈব সংঘে। এভাবে ২০১৭ গেল ১৮ সাল আসলো মন্দির কমিটি করে মন্দিরের নকশা ও প্রকল্প তৈরি করা হয়। মন্দির নকশা ও প্রকল্পের বাজেট ১ কোটি টাকা। মন্দিরের নকশাও বাজেট দেখে সকলে সহযোগীতা করা শুরু করলো। শুরুতে রাউজানের মেয়র 

দেবাষিশ পালিত মহোদয় ২৫০০০ টাকা, পটিয়ার মাননীয় এমপি মহোদয় ১ লক্ষ টাকা,বাংলাদেশ বাগীশিক গীতা শিক্ষা কমিটি থেকে ২৫০০০ টাকা। বিশিষ্ট দানবীর শ্রী অদুল চৌধুরী মহোদয় ২ লক্ষ টাকা প্রদান করেন। যাদের কথা না বললে নয় প্রবাসে শৈব সংঘের উপদেষ্টা শ্রী পরিতোষ শীল ও সুপন সিকদার সুমন দাদারা এ মন্দিরের জন্য অনেক অনুদান কালেকশন করেছেন। এছাড়া গ্রাম চাদা, শৈব সংঘের সদস্য/সদস্যা বৃন্দদের চাদা, অনলাইনে পোষ্ট দেখে দেশ বিদেশ থেকে বিভিন্ন জনের আর্থিক অনুদানে বর্তমান ২০১৯ সালেও কাজ চলমান রয়েছে। এ মন্দির চট্টগ্রামের বৃহত্তম শিব লিঙ্গ আকৃতি মন্দির হতে চলেছে। মন্দিরের পাশে থাকবে ১০০ ফুট উচ্চতার ত্রিশুল যা বাংলাদেশে কোথায়ও আছে কিনা জানা নায় তবে চট্টগ্রামে এ প্রথম করছে শৈব সংঘে। বাজেট যেহেতু বেশি তাই এত অনুদানের পরেও এখনো নিচ 

তলার কাজ শেষ করা যায়নি। পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ চলছে । তবে শৈব সংঘের সকলের মনে প্রাণে বিশ্বাস করে যে মহাদেবের কৃপায় এ মন্দির একদিন দৃশ্যমান হবে। তাই শৈব সংঘের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করছি এ মন্দিরের কাজে যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। মহাদেবের এ মন্দিরে আপনার দান বিফলে যাবে না। মন্দির উন্নয়ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। NRB Global Bank.Patiya Branch.Chittagong. SHAIVA SANGHO.Current Account No.0111100345846. যোগাযোগঃ সভাপতিঃ০১৮২৫০৩৯৫৫৮ সম্পাদকঃ০১৮৫৯৫৯০১১১ অর্থ সম্পাদকঃ ০১৮৩৮৩৮০৭৯৫

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।