হিন্দুত্ববাদ ও গোমাংস বিরোধীদের রক্তচক্ষু আরও কড়া হয়ে উঠল বাংলায়। আগামী ২৩ জুন কলকাতার সদর স্ট্রিটের একটি নামজাদা হোটেলে আয়োজন করার কথা ছিল গো মাংসে রসনাতৃপ্তির এক অনুষ্ঠান। কিন্তু কট্টর হিন্দুত্ববাদীদের কড়া হুঁশিয়ারিতে সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উদ্যোগতারা।
জানা গিয়েছে দ্যা অ্যাক্সিডেন্টাল নোট নামের এক সংস্থা কলকাতার এক হোটেলে ‘কলকাতা বিফ ফেস্টিভালে’র আয়োজনে নেমেছিল। অনুষ্ঠান হওয়ার কথা ছিল ২৩ জুন। সেই মর্মে সোশ্যাল মিডিয়াতে ইভেন্টও শুরু করে তাঁরা। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় চর্চা। বিষয়তি নজরে আসে হিন্দু সংগঠগুলির। এই ধরনের অনুষ্ঠান হিন্দু ভাবাবেগে আঘাত করবে এই দাবিতে এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বলে হিন্দুত্ববাদীরা। এরপর চাপের মুখে অনুষ্ঠানের নাম ‘বিফ ফেস্টিভালে’র পরিবর্তে করা হয় ‘বিপ ফেস্টিভাল’। কিন্তু তাতেও খান্ত হয়নি হিন্দুত্ববাদীরা। গো মাংস নিয়ে প্রকাশ্যে এই ধরণের মাতামাতির অনুষ্ঠান বন্ধ না করলে অনুষ্ঠান উদ্যোগতাদের সপরিবারে খুন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এরপরই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেয় উদ্যোগতারা।
তবে অনুষ্ঠানের উদ্যগতাদের তরফে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে শুধুমাত্র গো মাংস নয়, শূকরের মাংস সহ নানাবিধ পদের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, ‘গো মাংস ব্যক্তিগতভাবে কেউ খেতেই পারেন। কিন্তু তা নিয়ে এভাবে মাতামাতি করাটা উচিৎ নয়। এই অনুষ্ঠান বন্ধ করাই উচিৎ। তবে উদ্যোগতাদের প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়াটা উচিৎ হয়নি।
No comments:
Post a Comment