দোহারে মন্দির দখলমুক্ত করলেন এসিল্যান্ড - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

দোহারে মন্দির দখলমুক্ত করলেন এসিল্যান্ড




ঢাকার দোহার উপজেলার রায়পাড়ার প্রায় দুইশত বছরের পুরাতন শিব মন্দির দখলমুক্ত করেছে প্রশাসন। রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে জমি দখল করে নির্মাণাধীন বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলার নির্দেশ দেন। 
স্থানীয় সূত্রে জান যায়, প্রায় ২শ বছরের পুরানো শিব মন্দিরের জমি, পাশ্ববর্তী তিনটি ভবন ও শ্মশানের জমি দখলের চেস্টা করে আসছিলেন স্থানীয় বাসিন্দা আ. রাজ্জাক মুন্সি। সবশেষ তিনি শিব মন্দিরের জমিটি সম্পূর্ণ দখল করতে শিব মন্দিরের জমিতে বাউন্ডারি ওয়াল তৈরি করার চেষ্টা করেন। স্থানীয়রা আ. রাজ্জাক মুন্সিকে বাঁধা দিলেও তাদের কথা কর্ণপাত করেনি আ. রাজ্জাক।
রবিবার সকালে বিষয়টি স্থানীয়রা ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল অপুকে জানান। তৎক্ষাণিক বিষয়টি  দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে অবহিত করেন দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল অপু। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রকে নির্দেশ দেন।
এদিকে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে জায়গাটি দখল মুক্ত করতে বন্ধ করে দেন বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ। সেই সাথে আগামীকালের বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলার নির্দেশ দেন। 
 দীর্ঘ দিনের এই জায়গাটি দখল মুক্ত হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয় বাংলা অনলাইনকে বলেন, অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে নির্মিত বাউন্ডারী ওয়ালের কাজ বন্ধ করে দিয়েছি এবং আগামীকাল সকাল ১১ টার মধ্যে ওয়াল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। অন্যথায় কঠিন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।