সনাতন সংগঠনের কর্মী সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা সনাতনী সম্প্রদায়ের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সনাতন সংগঠনের কর্মী সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা সনাতনী সম্প্রদায়ের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে।


একটি জাতি যদি শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ না হয়, তাহলে সেই জাতি বিশ্ব কাছে নিজের উপযুক্ত স্থান নিশ্চিত করতে পারে না। এই শিক্ষা উপযুুক্ত মানসম্পন্ন হতে হবে যুগের চাহিদা পূরণে সমর্থ হতে হবে। সনাতনী সম্প্রদায়ের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে। সমাজে উচু নিচু বৈষম্য প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রোধ করতে হবে। অন্যথায় সনাতনী সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয়। সর্বস্তরের উন্নয়ন, শ্রেষ্ঠ হবে সনাতন এই স্লোগান নিয়ে সনাতনী সম্প্রদায়ের শিক্ষা, অর্থনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সনাতন সংগঠনের কর্মী সন্মেলন ও চট্টগ্রাম জেলা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অশোক চক্রবর্তী লিংকন'র গায়ত্রী মন্থ পাঠের মাধ্যমে ডাঃ সজীব তালুকদার'র সভাপতিত্বে ও সুমন দত্ত'র সঞ্চালনায় গত ১৭ মে চট্টগ্রাম মহানগরীর জেএমসেন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসন্মতিক্রমে রিপন কিশোর রায়কে সভাপতি, বিশ্বজিৎ সরকারকে সাধারণ সম্পাদক ও সুমন দত্তকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য /সদস্যা বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। এই সময় বক্তব্য রাখেন এডভোকেট চন্দন দাশ, ডাঃ সন্তোষ কুমার দে, অজিত কুমার শীল, সভাপতি শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম, প্রবাল ঘোষ দেবু, অজয় চক্রবর্তী, বিশ্বজিৎ দে, চন্দন পুরোহিত, জুয়েল আইচ পরিচালক সনাতন টিভি ও সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় বিভু চক্রবর্তীর সমাপ্তি বক্তব্য এর মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়!

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।