মন্দিরে হামলা হলে জঙ্গিদের শেকড়সহ উপড়ে ফেলবো : নরেন্দ্র মোদি - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মন্দিরে হামলা হলে জঙ্গিদের শেকড়সহ উপড়ে ফেলবো : নরেন্দ্র মোদি

মন্দিরে হামলা হলে জঙ্গিদের শেকড়সহ উপড়ে ফেলবো : নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক: নিজের সংসদীয় এলাকা বারাণসি পৌঁছে সন্ত্রাসবাদ ইস্যুতে ফের সুর চড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরে হামলা হলে সন্ত্রাসবাদীদের শেকড়সহ উপড়ে ফেরার কথাও দেন মোদি।

বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের আধ্যাত্মিক শহর বারাণসিতে দাঁড়িয়ে তিনি বলেন, তার সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেয়, তাই এখন আর মন্দিরে মন্দিরে সন্ত্রাসবাদী হানা হয় না।

২০১৪ সালে বারাণসী ও বরোদা লোকসভা আসন থেকে নির্বাচনে লড়েছিলেন নরেন্দ্র মোদি। ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর বরোদা আসনটি তিনি ছেড়ে দেন। এবার তিনি শুধু বারাণসির প্রার্থী।

শুক্রবার ভারতের আধ্যাত্মিক রাজধানী খ্যাত বারাণসি কেন্দ্র থেকে মোদি মনোনয়ন জমা দেবেন। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বারাণসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোড শোয়ে অংশ নিয়েছেন। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিও করেছেন। তারপর এক জনসভায় উপস্থিত হন তিনি।

সেখানেই সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়েছেন মোদি। তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবর কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। তাই কোথাও বিস্ফোরণ হয়নি। কাশীর কোনও মন্দির সন্ত্রাসবাদের শিকার হয়নি। সন্ত্রাসবাদকে দেশের সব জায়গা থেকে উপড়ে ফেলা হয়েছে।

মোদির দাবি, এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ শুধু জম্মু-কাশ্মীরের কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু তাও বন্ধ করে দেওয়া হবে। মন্দিরে হামলা হলে সন্ত্রাসবাদীদের শেকড়সহ উপড়ে দেওয়ারও হুমকি দেন মোদি।

একই সঙ্গে প্রধানমন্ত্রী গতবার বারাণসী থেকে তাকে জেতানোয় ভোটারদের ধন্যবাদ দিয়েছেন। একই সঙ্গে বারাণসীতে কী কী কাজ হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।