গ্রহগনের মধ্যে এর অবস্থান ৩য়। এর চারটি হাত। এর শরীরের লোমের রং লাল। এর
চার হাতে ক্রমানুসারে অভয়মদ্রা, ত্রিশুল, গদা এবং বরমুদ্রা শোভিত। ইনি
লাল মালা এবং লোহিত রঙের বস্ত্র পরিহিত। এর বাহন মেষ বা মহিষ। বরাহকল্পের
কথা, যখন হিরন্যকশিপুর বড় ভাই হিরাণ্যক্ষ পৃথিবীকে চুরি করেছিলেন এবং
ভগবান যখন বরাহ অবতার হয়ে তাকে হত্যা করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই
সময় পৃথিবীদেবী ভগবানকে দেখে খুবই প্রসন্ন হন এবং তাকে পতি রূপে কামনা
করেন। বরাহ তার মনোবাসনা পুরন করেন এবং মনোরম
দিব্য
রূপ নিয়ে তিনি এবং পৃথিবী দেবী এক বছর এক কলান্ত সংসার করেন। এই সময়
তাদের পুত্র মঙ্গলদেবের জন্ম হয় (ব্রম্মবৈবত পুরাণ ২/৮/২৯ থেকে ৪৩)
জ্যোতিষ শাস্ত্রমতে এর পুজায় অশেষ মহিমার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা
এর নাম জপ করলে ঋণ থেকে মুক্ত হওয়া যায়। মঙ্গল গ্রহ যদিও শান্ত তথাপি
তাকে অশুভ গ্রহ বলা হয়। যদি ইনি বক্র গতিতে না চলেন, তা'হলে প্রত্যেক
রাশিতে তিনটি পক্ষে অবস্থান করায় বারোটি রাশিকে দেড় বছরে পার করেন।
মঙ্গগলগ্রহকে তুষ্ট করতে হলে শিবোপাসনা এবং প্রবাল পাথর ধারন করতে হয়। দান
হিসেবে তামা, সোনা, গম, লাল কাপড়, রক্তচন্দন, লাল ফুল রক্ত বলীবরদ, ভুমি
এবং মসুর ডাল দান করতে হয়। ঋন থেকে মুক্ত হতে হলে সপ্তাহের মঙ্গলবার এর
জন্য উপোস করে সন্ধ্যায় হনুমান-চালীসা পাঠ করে মঙ্গলদেবের নাম জপ করতে
হবে। মঙলদেবের মহাদশা সাত বছর। ইনি মেষ ও বৃশ্চিক রাশির প্রভু। মঙ্গলদেবের
শান্তি মন্ত্র ---
বৈদিক মন্ত্র
======
ওঁ অগ্নিমূধা দিবঃ কুকুতপতিঃ পৃথিব্যা অয়ম অপাঁরেতাঁ সিজিন্নতি।।
পৌরাণিক মন্ত্র
=======
ধরণীগর্ভসম্ভুতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম।
কুমারং শক্তিহস্তষ্ণ লোহিতাঙ্গং নমাম্যহম।।
মঙ্গলদেবের তান্ত্রিক মন্ত্র
============
ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ।
জপ বীজ মন্ত্র
========
ওঁ ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমো
জপ সাধারন মন্ত্র
==========
ওঁ অং অঙ্গারকায় নমো
মঙ্গল গ্রহের গায়ত্রী
==========
ওঁ অঙ্গরকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌমঃ প্রচোদয়াৎ।
মঙ্গলদেবের ....... ধারণরত্ন -- প্রবাল, ধূপ ---- দেবদারু, বার ---- মঙ্গলবার, প্রশস্ত সময় ---- সকাল ৮টা-১২ টা পর্যন্ত।
ইষ্টদেবতা --- বগলামুখী।
------------------------------------------------------------------------------------------------
যে কোন একটি বিশেষ কামনায় ১০০০০০ বার জপ করুন। হলুদ কাপড় ও উত্তরীয় ধারণ
করে হলুদ আসনে বসে, হলুদের মালায় জপ করতে হবে। আপনার জপ সংখ্যা এমন ভাবে
ধরুন যেন তা ১০০০০ এর উপরে না যায। আপনি চাইলে প্রতিদিন ১০০ বার জপ করে ১০০
দিন বা তিন মাসে এই সংখ্যা পুরণ করতে পারবেন। শেষ দিন প্রথামত জপসংখ্যার
দশাংশ আহুতি দেবেন। সংকল্প রেখে যে কোন মঙ্গলবার থেকে জপ করে দেখুন। নিশ্চয়
আপনার বিশেষ কামনা পূরণ হবে। জপের সময় ঠিক সকাল আটটা। এটি শিব বাক্য এবং
পরীক্ষিত, যা মিথ্যে হবার নয়।
*** কোনও ভুল ত্রুটি থাকলে সংশোধন করে দেবেন।
No comments:
Post a Comment