মুসলিম ভাইদের কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর : - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মুসলিম ভাইদের কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর :


প্রশ্ন নং ১. ঈশ্বর এক হলে এত দেব-দেবী কেন ?
উত্তর: # শ্রীমদ্ভগবদগীতার নবম অধ্যায়ের ১৬ থেকে ১৯তম শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ,

"আমি শ্রৌত যজ্ঞ, আমি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃযজ্ঞ, আমি ঔষধি অন্ন বা ভেষজ, আমিই হোমাদি সাধন ঘৃত, আমি অগ্নি , আমি এজগতের পিতা-মাতা-বিধাতা-পিতামহ যা কিছু জ্ঞেয় এবং সব পবিত্র বস্তু তা আমিই। আমি ব্রহ্মবাচক ওঙ্কার আমি ঋগ্ , সাম ,যজুর্বেদ স্বরূপ ।আমি গতি আমি প্রভু , আমি শুভাশুভ , আমি রক্ষক , আমি স্রষ্টা , আমি সংহর্তা এবং আমি ভূমি হতে জল আকর্ষন করি , আমিই পুর্নবার জল বর্ষণ করি । আমি জীবের জীবন , আমিই জীবের মৃত্যু ।"

অর্থাত্ দেখা যাচ্ছে ঈশ্বর শুধু আমাদের সৃষ্টি কর্তাই নন , তিনিই সবকিছু বা সবকিছুতেই তিনি আছেন । ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বত্র বিরাজমান বিশ্ব ব্রহ্মান্ডে একটিই 'সত্ত্বা ' আছে তা হলো ঈশ্বর আর অন্য সবকিছু তাঁরই 'বহুরূপে প্রকাশ ' মাত্র । অর্থাত্ সর্বভূতের ন্যায় সর্ব দেবতাও একই ঈশ্বরের গুনের বিভিন্ন রূপের প্রকাশ ।
# শ্রীমদ্ভগবদগীতার চতুর্থ অধ্যায়ের ১১তম শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন :-

যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম্ ।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ॥

অনুবাদ -
হে অর্জুন , যে ব্যক্তি যেভাবে আমাকে ভজন করে , সে ব্যক্তিকে আমি সেভাবে তুষ্ঠ করি ।
সহজ কথায় ভগবানের বিভিন্ন শক্তিকে আমরা বিভিন্ন দেবদেবী রূপে পূজা করে থাকি । তবে ভগবানকে আমরা কথনো বহু চিন্তা করি না ।আমাদের চারপাশে আমরা যে সব দেব দেবীর পূজা করি বা হতে দেখি মূলত তা ঈশ্বরের বিভিন্নরূপের প্রতীকেরই প্রার্থনা করি ।
প্রশ্ন নং ২ . হিন্দুরা কেন মূর্তি পূজা করে?

উত্তর: আমরা মূর্তিকে পূজা করি না, মূর্তির মাঝে ভগবান্কে কল্পনা করি এবং তাঁরই পূজা করি। শ্রীরাম প্রথম মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করেন এরপর থেকে মূর্তি পূজা শুরু হয়। আমরা মূর্তির মাঝে ভগবান্কে অনুভব করি তাই আমরা মূর্তি না ভগবানকেই পূজা করি।suppose আপনে য়খন আপনার দেশের জাতিয় পতাকাকে সালাম করেন তখন আপনে আপনার দেশকে সালাম করেন। এর মানে এই নয় যে আপনে জাতিও পতাকা যে কাপর দিয়ে তৈরি সেই কাপরকে সালাম করছেন । আসা করি আপনারা এখন বেপারটা পরিস্কার বুঝতে পারছেন।

প্রশ্ন নং ৩.হিন্দুরা কেন অনেক দেব দেবীর পূজা করে?

উত্তর: আমরা দেব দেবীর পূজা করি ঠিক ।দেব দেবীরা হলেন এক ঈশ্বরের বিভিন্ন শক্তির রূপ।সুতরাং আমরা যাঁরই পূজা করি কি না তিনি এক ঈশ্বরের !
# শ্রীমদ্ভগবদগীতার চতুর্থ অধ্যায়ের ১১তম শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন :-

যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম্ ।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ॥

অনুবাদ -
হে অর্জুন , যে ব্যক্তি যেভাবে আমাকে ভজন করে , সে ব্যক্তিকে আমি সেভাবে তুষ্ঠ করি ।
সহজ কথায় ভগবানের বিভিন্ন শক্তিকে আমরা বিভিন্ন দেবদেবী রূপে পূজা করে থাকি । তবে ভগবানকে আমরা কথনো বহু চিন্তা করি না ।আমাদের চারপাশে আমরা যে সব দেব দেবীর পূজা করি বা হতে দেখি মূলত তা ঈশ্বরের বিভিন্নরূপের প্রতীকেরই প্রার্থনা করি ।

প্রশ্ন নং ৪. হিন্দুরা কেন পুজায় ফল মূল, বিভিন্ন খাবার দেই? ভগবান্ কি ফল,বিভিন্ন খাবার খান?

উত্তর: আমরা ভগবান্ কে এইগুলা নিবেদন করি এবং পূজার পর এইগুলো পবিত্র প্রসাদে পরিণত হয় এইটা আমাদের বিশ্বাস। অর্থাৎ আমারা যে তিন বেলা খাই এই তিন বেলা খাবার গ্রহন এর আগে আমাদের খাবার ভগবানের কাছে উৎসর্গ বা নিবেদন করে থাকি।অর্থাৎ ভগবানের নাম নিয়ে এবং তার কাছে অনুগত স্বীকার করে এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে খাবার গ্রহন করা।

প্রশ্ন নং ৫. হিন্দুরা কেন গরুর মাংস খায় না আবার দুধ খাই কেন?


উত্তর: ভগবান্ শ্রীকৃষ্ণ গরু ভালবাসতেন।একজন মানুষ জন্মের পর মায়ের দুধের পাশাপাশি গরুর দুধ খেয়ে বেছে থাকেন।আর জন্মের পর যদি মা কোনো কারনে পরলক গমন করেন তাহলে একজন মানুষ গরুর দুধ খেয়েই বেছে থাকেন। তাই গরু মায়ের সমতুল্য পর্যায়ে পরে যায় এবং গরুর মাংস খাওযা মায়ের মাংস খাওযার সমতুল্য হয়ে যায়।এজন্য আমরা গরুর মাংস খাইনা।
***আশাকরি এখন কোন হিন্দু ভাইকে আর অপমানিত হতে হবে না এবং উনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন।***

No comments:

Post a Comment

Post Top Ad