১১ দিনেও খোঁজ মেলেনি নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের
প্রবীর ঘোষের সন্ধান দাবিতে বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। ১১ দিনেও প্রবীর ঘোষকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
গত ১৮ জুন রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের বালির মাঠের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ভোলানাথ জুয়েলার্সের মালিক প্রবীর চন্দ্র ঘোষ। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এই ঘটনায় ১৯ জুন তার বাবা সোমি ভোলানাথ চন্দ্র ঘোষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের তিন দিন পর প্রবীর চন্দ্র ঘোষের মোবাইল ফোন থেকে তার ভাই বিপ্লব চন্দ্র ঘোষের কাছে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটি এসএমএস পাঠানো হয়।
নিখোঁজ প্রবীর ঘোষকে উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।

No comments:
Post a Comment